মেহেদী রিপোর্ট: কক্সবাজার জেলা পুলিশের মাসিক মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ মে রবিবার দুপুর ১টায় শহরের শহীদ স্মরণী সড়কস্থ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

জেলা পুলিশ সুপার মো: হাসানুজ্জামান(পিপিএম) এর সভাপতিত্বে সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল থানার অফিসার ইনচার্জগণ সভায় উপস্থিত ছিলেন।
কল্যাণ সভায় কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগন তাদের সমস্যা ও প্রস্তাব কল্যাণ সভায় উপস্থাপন করেন।

পুলিশ সুপার তাদের বক্তব্য ও আবেদন ধৈর্য সহকারে শ্রবণ করেন এবং বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন।
এসময় পুলিশ সুপার সাহসিকতা, সততা ,নিষ্ঠা এবং পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *