নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের পিএমখালীতে আলোচিত ‘মোর্শেদ হত্যাকান্ডের সাথে জড়িত’ চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

এরা হলেন, মতিউল ইসলাম (৩৪), সাইফুল ইসলাম (৪৫), আজহারুল ইসলাম (৩২) ও জয়নাল আবেদীন (৪৮)। এরা সকলেই এজাহারভূক্ত আসামী।

সেচ প্রকল্পের বিরোধের জের ধরে গত ৭ এপ্রিল পিএমখালীতে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে খুন করা হয় মোর্শেদ আলীকে। এ ঘটনায় ২৬ জনকে অভিযুক্ত আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করে পরিবার। এ ঘটনায় এ পর্যন্ত পুলিশ ও র‌্যাব ১১ জনকে গ্রেফতার করা হল। যার মধ্যে ৭ জনকে ৫ দিন করে রিমান্ডও করা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় অন্যান্য আসামীদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *