পেকুয়া সংবাদদাতা:
কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু অপর ৫ যাত্রী আহতের খবর পাওয়া গেছে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার(১ লা মে) সকাল ১০ টায় টইটং ইউনিয়নের সোনাইছড়ি(মৌলভী বাজার রাস্তার মাথা) নামক এলাকায় পেকুয়া মুখি সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা বাসের মুখোমুখি সংর্ঘষ হয়ে সিএনজিতে থাকা এক নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।
নিহত মনিরা বেগম (৪০) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধা কচ্ছপিয়া এলাকার আবু তাহেরের স্ত্রী। নিহতের মেয়ে রূপা বেগম,একই এলাকার ইক্বরা আকতার, মহেশখালীর নাছির মোহাম্মদ সহ ৫ জন আহত হয়।