নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ‘উপহার সামগ্রী’ বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
রবিবার (১ মে) সকালে সদর মডেল থানার সামনে পুনাক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।
পুনাক সভাপনেত্রী মোসাঃ নাহিদা আফরোজের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর সহধর্মিণী শামীমা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর সহধর্মিনী মদিনা আক্তার সুমা, সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) এর সহধর্মিণী ডাক্তার মৌসুমী আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শতাধিক অসহায় নারী পুরুষের মাঝে ‘উপহার সামগ্রী’ বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।