নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের রামুর মিঠাছড়ি রেল লাইনের পাশে একটি গলাকাটা লাশের সন্ধান পাওয়া গেছে। আজ ১লা মে রবিবার সকালে স্থানীয়রা গলাকাটা লাশ দেখতে পেলে খবরটি সর্বত্র ছড়িয়ে পড়ে।স্থানীয়রা জানান, ছেলেটির নাম আবু সৈয়দ (১৮),পিতা আবদুল খালেক।
সে দক্ষিন মিঠাছড়ি ৫ নং ওয়ার্ড পানেরছড়া শিয়া পাড়া গ্রামের ছেলে।বেশ কয়েকদিন আগে নিখোঁজের পর আজ দক্ষিন মিঠাছড়ি রেল লাইনের পাশে তার গলা কাটা লাশের দেখা মিলে।
তার নিখোঁজের একটি সাধারন ডায়েরি ও করেছি তার পরিবার।প্রত্যক্ষদর্শী এক পথচারী জানান, তার পড়ে থাকা লাশ দেখে রামু থানায় খবর দেওয়া হয়। ছেলেটি টমটম ড্রাইভার।
সে বেশ কয়েকদিন আগে একটি নতুন টমটম ক্রয় করেছিল। ধারনা করা হচ্ছে, উক্ত টমটম ছিনতাই করতে গিয়ে দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করেছে।লাশ উদ্ধারে ঘটনাস্থলে রামু থানার একদল পুলিশ পৌছেছে।