নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের আমন্ত্রনে জেলার বৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩০ এপ্রিল) বিকালে কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে (বাহারছড়া গোলচত্বর) অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে অংশ নিয়েছেন, কক্সবাজারের রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জেলার বরণ্যে ব্যক্তিবর্গসহ হাজার হাজার মানুষ।
স্মরণকালের বৃহৎ এ ইফতার আয়োজনকে ঘিরে পুরো মাঠজুড়ে বসেছিলো রাজনৈতিক অঙ্গনের মানুষের অভূতপূর্ব মিলনমেলা।
ব্যতিক্রমী বৃহত্তর এ ইফতার মাহফিলের আয়োজক সাংসদ সাইমুম সরওয়ার কমলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলার সভাপতি (ভার:) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
এতে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এগিয়ে চলছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের নারী-পুরুষ সেই উন্নয়নের সুফল ভোগ করছে। বর্তমানে চলমান সকল উন্নয়ন প্রকল্প যেন যথাসময়ে শেষ করা হয়।
উন্নয়ন কাজে কোন গাফেলতি যেন না হয়।তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামীতে আবারো জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীককে জয়ী করতে হবে। এ জন্য আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মাহফিলে সভাপতির বক্তব্যে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, নিজেকে সব সময় উন্নয়ন কর্মকান্ডে নিবেদিত রেখেছিঙ। চেষ্টা করছি যেন কক্সবাজার- ঈদগাঁও-রামুর কোন এলাকা বা জনসাধারণ যেন উন্নয়ন কর্মকান্ডে বঞ্চিত না হন।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে, কর্ণেল(অব.) ফোরকান আহমদ, কক্সবাজারের পুলিশ সুপার মো. হাছানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ, জেলা সদর হাসপাতালের সুপার মামুনুর রশিদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা আওয়ামীলীগর সহ সভাপতি জাফর আলম চৌং, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এড, রনজিত দাশ, জেলা আওয়ামী লীগ নেতা পিপি ফরিদুল আলম, এড আব্বাস উদ্দিন চৌধুরী, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, মহিলা সম্পাদক মুসরাত জাহান মুন্নি, খোরশেদ আলম কুতুবী, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়ছারুল হক জুয়েল, জেলা তাঁতী লীগের সভাপতি আরিফুল মওলা, কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী,সহ সভাপতি আনিসুল হক চৌধুরী, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনচারি, মৎসজীবি লীগের সদস্য সচিব মোহাম্মদ তৈয়ব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, সহ সভাপতি মুন্না চৌধুরী প্রমুখ।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এড. একরামুল হুদা, ও যুগ্ম সম্পাদক নুরআল হেলাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবু তালেব, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমু, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সিনিয়র সাংবাদিক তোফায়েল, আব্দুল কুদ্দুস পিরানা, সিভিল সোসাইটির আবু মোর্শেদ চৌধুরী খোকা, জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক কোম্পানী, তাহমিনা হক চৌধুরী লুনা, রামুর প্রবীন আওয়ামী লীগ নেতা গোলাম কবির, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, শহীদুল্লাহ, বাঁকখালি উচ্চ বিদ্যালয়ের নির্বাহী পরিচালক কিশোর কুমার বড়ুয়া, আ,লীগ নেতা মোহাম্মদ আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, মোহাম্মদ আলী মুন্না, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার আলম, সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন, সদর উপজেলা যুবলীগ সভাপতি ইফতিকার উদ্দিন পুতু, শহর যুবলীগৈর যুগ্ম আহবায়ক ডালিম বড়ুয়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, মেম্বার, সাবেক মেম্বারসহ রাজনৈতিক, প্রশাসনিক, সাংবাদিক, সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ অংশ নেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।