পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় বহু মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে ৬টি দেশিয় তৈরী আগ্নেয়াস্ত্র, ৮রাউন্ড কার্তুজ ও ৩টি রাম দাসহ জালাল উদ্দিন (৩২) নামের এক যুবককে আটক করে।
তিনি উপজেলার রাজাখালী ইউনিয়নের উত্তর সুন্দরীপাড়া এলাকার মোঃ শরীফের ছেলে। গতকাল
২ এপ্রিল (শনিবার) সন্ত্রাসীরা একজোট হয়ে এলিটফোর্স র্যাবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে অপপ্রচার চালাচ্ছে।
দেখা যায় শীর্ষ সন্ত্রাসী জালাল গ্রেফতার হওয়ার পর এলাকায় স্বস্থি ফিরেছে বলে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের আবেগময় পোষ্ট শেয়ার করে ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা।
এলাকার সচেতন মহলের দাবী যে সব পলাতক আসামিরা মানববন্ধনের আয়োজন করেছে তাদের দ্রুত গ্রেফতার করে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়।