নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রানালয়ের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পেকুয়া উপজেলায় দেশীয় চ্যানেলের সাথে (ক্লিন ফিড) বিজ্ঞাপন মুক্ত বিদেশি চ্যানেল সম্প্রচারের মাধ্যমে শতভাগ ক্লিন ফিড বাস্তবায়ন ঐক্যবদ্ধ চ্যানেল সম্প্রচাকরছে পেকুয়া উপজেলার ক্যাবল অপারেটরগন। শতভাগ ক্লিন ফিড বাস্তবায়নে গৃহিত কার্যক্রমের অংশ হিসেবে ১২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমার হাতে ক্যাবল অপারেটরের পক্ষ থেকে লিখিত বক্তব্যের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রানালয়ের জারিকৃত স্মারক ও চ্যানেল লিস্ট তুলে দেযা হয়। সরকারী নির্দেশনা মতে শতভাগ ক্লিন ফিড বাস্তবায়নে চ্যানেল সম্প্রচারে গৃহীত কার্যক্রম প্রসঙ্গে লিখিত বক্তব্যে ক্যাবল অপারেটরগন উল্লেখ করেন,
জনাব, যথাযথ সম্মান প্রদর্শন পূূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ পেকুয়া উপজেলাস্থ বিভিন্ন ইউনিয়নের ক্যাবল (ফিড) অপারেটর হই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রাণালয় কর্তৃক ক্লিন ফিড (বিজ্ঞাপন মুক্ত) বিদেশী চ্যানেল সম্প্রচার বাস্তবায়নে নির্দেশনা মতে স্মারক নং- ১৫.০০.০০০০.০২৪.০০২.১৫-৩৮৫ (৯) দ্বারা অনুযায়ী ৩০ শে সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ হতে সকল প্রকার (বিজ্ঞাপন যুক্ত) বিদেশী চ্যানেল সম্প্রচার হতে বিরত থাকি। পরবর্তী তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের প্রেরিত স্মারক নং- ১৫.০০.০০০০.০২৪.১৫.৩৮৫ তারিখ ১০/০৯/২০২১ ইং এর আলোকে ক্লিন ফিড (বিজ্ঞাপন মুক্ত) ২৪ টি বিদেশী চ্যানেল সম্প্রচারের নির্দেশনা মতে ক্লিন ফিড বাস্তায়নে কার্যক্রম গ্রহণ করি।
বর্তমানে পেকুয়া উপজেলায় দেশীয় ৩৪ টি চ্যানেলের সাথে ২৪ টি ক্লিন ফিড (বিজ্ঞাপন মুক্ত) চ্যানেল সম্প্রচার রয়েছে। অতএব মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রাণালয়ের নির্দেশনার প্রতি
সম্মান জানিয়ে অত্র উপজেলায় শত ভাগ ক্লিন ফিড (বিজ্ঞাপন মুক্ত) চ্যানেল সম্প্রচার বাস্তবায়নে আমরা বদ্ধ পরিকর। এসময ক্লিন ফিড বাস্তবায়নকারী ক্যাবল (ফিড) অপারেটর পক্ষ হতে লিখিত বক্তব্য পেশ করেন
দেলোয়ার হোছাইন, পরিচালক, পেকুয়া ক্যাবল নেটওয়ার্ক, পেকুয়া সদর, এতে উপস্থিত ছিলেন, আবুজর গেফারী, রেঁনেসা ক্যাবল নেটওয়ার্ক, মগনামা,
সাইফুল ইসলাম, ফোর ষ্টার ক্যাবল নেটওয়ার্ক, শিলখালী, বারবাকিয়া, জসিম উদ্দিন, পল্লী বাংলা ক্যাবল নেটওয়ার্ক, টইটং।