ফুয়াদ মোহাম্মদ সবুজ,মহেশখালী:

প্রথম ধাপের স্থগিত মহেশখালীর ৩ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া ষষ্ঠ ধাপের স্থগিত ১ পৌরসভায়ও আজ ভোট গ্রহণ হচ্ছে। ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে এ নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কর্মকর্তা। তবে সরজমিনে গিয়ে দেখা যায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি। নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুত এরপরও ভোটগ্রহণ শুরু হওয়ার ২ঘন্টার দিকে সকাল ১০টায় কুতুবজোম ইউনিয়নে আ.লীগ সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে সংঘর্ষ হয়। এতে আবুল কালাম (৩২) নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আহত হয় আরো ৪জন। সেখানে ৩টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এদিকে কুতুবজোম ছাড়াও মাতারবাড়িতে নতুন বাজার ১নং কেন্দ্রে নৌকা প্রার্থীর বিরুদ্ধে ভোট কাটার অভিযোগ তুলেছে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সত্তার। এছাড়াও মাতারবাড়ি প্রায় কেন্দ্রে রয়েছে আ.লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে সমান অভিযোগ। তবে মহেশখালী পৌরসভায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখনো৷ সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিত লক্ষ্য করা গেলেও উৎসবের ভোটে লাশ ঝরায় ভোটারদের উপস্থিতি নিয়ে শঙ্কা দেখা যাচ্ছে।

এবারের নির্বাচনে মাতারবাড়ি ইউনিয়ন থেকে টোটাল ৭জন চেয়ারম্যান প্রার্থী অংশগ্রহণ করেছে এবং এই ইউনিয়নে ভোটার রয়েছে ৩১ হাজার ৬শ ৪৭জন। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য অতিরিক্ত তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেডও মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *