আগামী ২৫ সেপ্টেম্বর ২০২১ ইং নতুন অফিস বাজার বণিক ও মালিক সমিতির নির্বাচনে যারা যারা নির্বাচন করার জন্য মনোনীত হয়েছেন। তাদের নাম ও প্রতীক ঘোষণা করেন অত্র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দু শুক্কুর মেম্বার। এবারে নতুন অফিস বাজার পরিচালনা কমিটির মোট ভোটার সদস্য ৪২২ জন।
১৯ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৭টার সময় ১৫ সদস্য উপদেষ্টা কমিটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। ভোট কেন্দ্রের স্থান নির্ধারণ করা হয় নতুন বাজার রিফাত সড়কের উত্তর পাশে ছৈয়দ আহমদের বিল্ডিং এর দ্বিতীয় তলায় একটি কক্ষ।

সকল প্রার্থীরা নিয়মকানুন মেনে কোন প্রতিহিংসা না করে, নির্বাচনী কর্যক্রম সম্পাদন করার জন্য অনুরোধ করেন অত্র বাজারের নির্বাচন পরিচালনা কমিটি।

অন্য দিকে মনোনীত প্রার্থীরা নতুন অফিস বাজারের বণিক ও মালিকদের কাছ থেকে ভোট ও দোয়া কামনা করছেন।

সভাপতি ২ জন
১. দেলোয়ার হোসেন মিন্টু (প্রতীক আনারস )
২. অরিফুল ইসলাম মানিক ( প্রতীক চেয়ার )

সহ-সভাপতি ৫ জন
১. মোঃ জসিম উদ্দীন ( প্রতীক হরিণ )
২. ডাঃ মামুনুর রশীদ ( প্রতীক মোরগ )
৩. মনজুর আলম ( প্রতীক মাছ )
৪. দিল মোহাম্মদ ( প্রতীক ফুটবল )
৫. মিজানুর রহমান ( ক্যামেরা )

সাধারণ সম্পাদক ৩ জন
১. ওসমান আলী মোর্শেদ ( প্রতীক খেজুর  গাছ )
২. সালাহ উদ্দিন আহমেদ ( প্রতীক গরুর গাড়ি )
৩. সাখাওয়াত হোসেন রিসাত ( প্রতীক মই )

অর্থ সম্পাদক ২ জন
১. মনিরুল ইসলাম মনির ( প্রতীক তালা চাবি )
২. সিরাজুল ইসলাম কোম্পানি ( প্রতীক রিক্সা )

দপ্তর সম্পাদক ২ জন
১. মোঃ আকতার কামাল কামাল ( প্রতীক চাকা )
২. মোহাম্মদ ইদ্রিস ( প্রতীক বই )

প্রচার সম্পাদক ২ জন
১. মোহাম্মদ সফি উল ( প্রতীক মোমবাতি )
২. আব্দুল কাদের (প্রতীক হারিকেন )

সদস্য পদ ৭ জন থেকে ৫ জন নির্বাচিত হবেন।
১. কুতু্ব উদ্দীন ( প্রতীক ভ্যান গাড়ি )
২. একরামুল হক ( প্রতীক টেলিভিশন )
৩. ওবায়দুল হাসিম ( প্রতীক আপেল )
৪. সালা উদ্দিন ( প্রতীক ঘুড়ি)
৫. মোঃ মনজুর আলম ( প্রতীক লাঠিম )
৬. মনজুর আলম মনজয় ( প্রতীক ট্রাক গাড়ি )
৭. মনু আলম বাবুল ( প্রতীক কলসি )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *