আমিনুল ইসলাম বাহার,পেকুয়া: সারাদেশের ন্যায় কক্সবাজারের পেকুয়ায় গভীর শ্রদ্ধায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৫ আগস্ট) পেকুয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুর আগে গভীর শ্রদ্ধায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এম.জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু,উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদস্য সচিব আবুল কাশেম জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য এস এম গিয়াস উদ্দিন প্রবীণ আওয়ামীলীগনেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাষ্টার ছাবের আহমদ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছালামত উল্লাহ সাংবাদিক জহিরুল ইসলাম উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য বেদনার ও কষ্টের দিন। যার হাত ধরেই বাঙ্গালী পেয়েছিলো একটি স্বাধীন দেশ একটি লাল সবুজের পতাকা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁকেই হতে হয়েছে নির্মম হত্যার শিকার। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশ এগিয়ে যাচ্ছে। আজকের এই শোকাবহ দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সদস্যদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।
এদিকে আলোচনা সভার পূর্বে পেকুয়া উপজেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা ও বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা প্রদর্শন করেন এবং বৃক্ষরোপণের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী বারবাকিয়ার চেয়ারম্যান আলহাজ্ব বদিউল আলম পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম খান উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাছির উদ্দীন বাদশা উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল আবছার পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জহিরুল উদ্দিন পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম উপজেলা আনসার ও ভিডিপি’র অফিসের প্রতিনিধি তসলিমা বেগম সাংবাদিক জালাল উদ্দীন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন স্তরের রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।