শবিরার ১৪ আগস্ট গভীর রাত ২টার দিকে একদল অস্ত্রধারি সন্ত্রাসীরা মোহাম্মদ আলীর বাড়ির দরজা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে স্বামী কে না পেয়ে স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দু’সন্তানের জননী মোহসেনা আক্তার (২২) কে নির্মমভাবে হত্যা করে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
নিহত মোহসেনা আক্তার একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুখালি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি আইসি এসআই মোঃ মাহমুদুল হাসান মাহবুব জানান,হোয়াইক্যং ইউপির ২নং ওয়ার্ড বালুখালি গ্রামের জৈনক মোহাম্মদ আলীর স্ত্রী মোহসেনা আক্তার (২২) কে রাতের আধারে দুষ্কৃতিকারীরা নির্মমভাবে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে তার মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ হত্যা কান্ডের সাথে কারা জড়িত তা তদন্তের মাধ্যমে বের করে প্রকৃত খুনিদের আটক করা হবে বলে তিনি জানান।