উখিয়া অফিস:কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ব্যুরোর নির্দেশনা, রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার(আরআরআরসি)’র সুপারিশ ও স্থানীয়দের ন্যায্য দাবী উপেক্ষা করে আইএনজিও ওয়ার্ল্ড ভিশন তাদের সংস্থায় অবৈধভাবে রোহিঙ্গাদের চাকরীতে নিয়োগ দিয়েছে।

স্থানীয়দের মধ্যে যারা চাকরীরত ছিল তাদের কোন কারণ ছাড়াই অনিয়মের আশ্রয় নিয়ে চাকরীচ্যুত করেছে।কোন পরীক্ষা ছাড়াই ফিল্ড ফ্যাসিলেটর পদে বাইরের এলাকা থেকে ২৯ জনকে নিয়োগ দিয়েছে।ফলে স্থানীয় শিক্ষিত ছেলেরা বেকার হয়ে পড়েছে। ওয়ার্ল্ড ভিশনে অন্তত ২ শতাধিক রোহিঙ্গা চাকরী করছে।যাদের নুন্যতম শিক্ষা নেই।তাদের সংস্থার কতিপয় কর্মকর্তারা নিয়মনীতি ব্যতিরেকে রোহিঙ্গাদের নিয়োগ দিয়ে স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের সাথে প্রতারণা করেছে।আবার রোহিঙ্গাদের কম বেতনে নিয়োগ দিয়ে অর্থ লোপাটেও মেতে ওঠেছে গুটিকয়েক কর্মকর্তা।এসব অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী পালন করেছে অধিকার বাস্তবায়ন কমিটির ব্যানারে শত-শত শিক্ষিত বেকার যুবক।

৮ আগষ্ট সকালে উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ এর ওয়ার্ল্ড ভিশন অফিসের প্রবেশ ফটকে আহবায়ক ইঞ্জিনিয়ার রবিউল হোসাইনের নেতৃত্বে অধিকার বাস্তবায়ন কমিটি পালংখালী ইউনিয়ন শাখার ব্যানারে এক বিশাল শান্তিপূর্ণ মানববন্ধন করে এ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।একই সময়ে বালুখালীস্থ ক্যাম্প-৯ এর পানবাজারে ওয়ার্ল্ড ভিশন অফিসের প্রবেশ মুখে পৃথক মানববন্ধন করে যুগ্ন আহবায়ক আবদুল গফুর নান্নুর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।

প্রতিবাদ কর্মসূচী থেকে তারা অভিযোগ করে জানান,
ওয়ার্ল্ড ভিশনে চাকরীরত রোহিঙ্গাদের অবিলম্বে ছাটাঁই করে,শুন্যপদে স্থানীয়দের নিয়োগ দিতে হবে।
সম্প্রতি সময়ে ওয়ার্ল্ড ভিশন থেকে কোন কারণ ছাড়াই স্থানীয়দের জোরপূর্বক চাকরীচ্যুত করেছে।ছাটাঁই করা স্থানীয়দের স্ব-স্ব পদে পূর্ণবহাল করতে হবে।
মানববন্ধন কর্মসূচীতে অধিকার বাস্তবায়ন কমিটির সদস্যরা অভিযোগ করে জানান,তারা রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিভিন্ন এনজিও-আইএনজিওদের নিকট লিখিত আবেদন দেন।তার পরিপ্রেক্ষিতে এনজিওতে চাকরীতে নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।কিন্তু এই ঘোষণা তারা বাস্তবায়ন না করে গোপনে কতিপয় কর্মকর্তা
-কর্মচারীদের আত্নীয়স্বজনদের এবং রোহিঙ্গাদের নিয়োগ দিয়ে স্থানীয়দের সাথে প্রতারণা করে আসছে।তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধন চলাকালে ওয়ার্ল্ড ভিশনের এক কর্মকর্তার সাথে বাকবিতন্ডায় জড়ান অধিকার বাস্তবায়ন কমিটির সদস্যরা।আনিস নামে ওয়ার্ল্ড ভিশনের ওই কর্মকর্তা আন্দোলনকারীদের লাটিচার্জ করার ঘোষণা দিয়ে হুংকার ছুড়েন বলেও তারা জানান।মানববন্ধন কর্মসূচী সমাপ্ত করে ক্যাম্প-১১ এর ক্যাম্প ইনচার্জের সাথেও দেখা করে তাদের দাবীর বিষয়ে যৌক্তিকতা তুলে ধরা হয়।
এসময় ক্যাম্প-১১ এর ক্যাম্প ইনচার্জ, সহকারী সচিব( দূর্যোগ ত্রাণ মন্ত্রণালয়) মুহাম্মদ আরাফাতুল আলম বলেন,অধিকার বাস্তবায়ন কমিটির দাবীকৃত বিষয় উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর জানানো হবে বলে আশ্বস্ত করেন।

অধিকার বাস্তবায়ন কমিটির আহবায়ক রবিউল হোসাইন, যুগ্ন আহবায়ক তাহিদুল আক্তার জুয়েল, যুগ্ন আহবায়ক আবদুল গফুর নান্নু সহ আনোয়ার,
ছাত্তার,শফিক,শাহাবুদ্দিন,মুফিজ,জয়নাল সহ শত-শত অধিকার বাস্তবায়ন কমিটির সদস্যরা স্বর্তস্পূর্ত অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *