শাকুর মাহমুদ চৌধুরী উখিয়াঃ কক্সবাজারের উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মঞ্জুর নামে একজন মাদককারবারিকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ২ টার দিকে রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকায় মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করে উখিয়া থানা পুলিশের একটি দল।

অভিযানে ভালুকিয়া পালং মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে জনৈক তারেক সওদাগর এর মুদির দোকানের সামনে থেকে মনজুর আলম (৩৭) আটক করা হয়। সে
গয়ালমারার গোরা মিয়া ছেলে

এ সময় তার কাছ থেকে উপস্থিত স্থানীয়দের সামনে ৩ হাজার ৬শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এমনটি জানিয়েছেন উখিয়া থানা অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *