আরফাত চৌধুরী: টানা ভারি বর্ষণে কক্সবাজারের উখিয়া উপজেলার রেজুখাল,হিজলিয়া খালের পানির প্রবল স্রোতে জনগুরুত্বপূর্ণ কোটবাজার সোনারপাড়া সড়ক,সহস্রাধিক বসতবাড়ি ভাঙ্গনের কবলে পড়েছে।
মঙ্গলবার(৩ আগস্ট) সরেজমিনে দেখা যায়, হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ চরপাড়া,মনি মার্কেট খাল সংলগ্ন কোটবাজার সোনারপাড়া সড়ক,হিজলিয়া খালের ভাঙ্গনে বসতবাড়ি খালগর্ভে বিলীন হয়ে গেছে।
দুইবার পানির প্রবল স্রোতে অসংখ্য গাছপালা উপড়ে পড়ে খালগর্ভে ভেসে যায়।
তীব্র ভাঙ্গন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ সহ উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা, জনপ্রতিনিধিবৃন্দ।
স্থানীয়রা জানান,ভারী বর্ষণে বন্যার পানিতে গাছপালা,ঘরবাড়ি ভেঙ্গে পানিতে তলিয়ে গেছে। বেড়িবাঁধ নির্মাণ না করলে মাথা গোঁজার ঠাঁই থাকবেনা।
রাজাপালং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জানান,হিজলিয়া খালের প্রত্যেক পয়েন্টে তীব্র ভাঙন সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন বরাবর ক্ষতির তালিকা প্রদান করা হলে পরিদর্শন করে ভাঙ্গা অংশ মেরামতের আশ্বাস প্রদান করেন।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উপজেলায় সৃষ্ট বন্যায় ২০০মিটার বাঁধ পুরোপুরি ভেঙ্গে যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ভাঙ্গা অংশ সংস্কারসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।