আলাউদ্দিন আলো: চকরিয়ার ঐতিহ্যবাহী বদরখালী বাজারে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ২৫ জুলাই দিবাগত রাতে হওয়া ওই চুরির ঘটনায় প্রায় দেড় লক্ষ টাকার মালামাল ও নগদ অর্থ চুরি করেছে অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে বাজারের নৈশপ্রহরীকে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদ করার জন্য চকরিয়া থানায় পুলিশ ধরে নিয়ে গেছে

চকরিয়া থানা সূত্রে জানা গেছে, ২৫ জুলাই রাতে বদরখালী বাজারের মেসার্স ছোটন এন্ড ব্রাদার্সে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোরের দল দোকানের টিনের ছাদ কেটে নগদ ১৫ হাজার ৭০০ টাকা ছাড়াও প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে দোকান খুলতে গিয়ে ছাদের টিন কাটা দেখে সাক্ষী সহ থানায় অভিযোগ দেয় ছোটন এন্ড ব্রাদার্সের স্বত্তাধিকারী মো. নুরুল কাদের।
চুরির বিষয়ে জানতে চাইলে ছোটন এন্ড ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী মো. নুরুল কাদের বলেন, রাত ১০টায় দোকান বন্ধ করার পর বাজারের নিরাপত্তা ও পাহারায় নৈশ প্রহরী থাকে। কিন্তু এতগুলো নৈশ প্রহরী থাকা সত্ত্বেও প্রায় দেড় লক্ষ টাকার ভারী মালামাল চুরি করে নিয়ে যাওয়া সন্দেহজনক। আমি ঘটনার পর চকরিয়া থানায় এজাহার দায়ের করেছি। পুলিশ ঘটনাস্থলে এসে নৈশপ্রহরী সহ বাজারের বিভিন্ন ব্যক্তিদের সাথে কথা বলে একজনকে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।
এ বিষয়ে চকরিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. জিয়া বলেন, বদরখালী বাজারে চুরির ঘটনায় অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে চোরদের আটক ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *