শাকুর মাহমুদ চৌধুরী: কঠোর লকডাউনে আইন অমান্য করে বের হওয়া যান ও জনচলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করে উখিয়া উপজেলা প্রশাসন।
রবিবার ২৫জুলাই উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ’র নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আইন অমান্য করে বের হওয়া সিএনজি টমটম জব্দ করা হয়।
অন্যদিকে অযথা বের হওয়া ২৩জনকে ১৫টি মামলায় ২৮হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়।
জব্দকৃত ৫১টি টমটম সিএনজি চালকদের মাঝে সরকারি ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্টেশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় যান ও জনচলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। অযথা বের হওয়া সিএনজি টমটম জব্দ করে চালকদের সরকারি ত্রাণ সহায়তা প্রদান করা হয়। করোনার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে লকডাউন বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় উপজেলা সহকারী কমিশনার(ভুমি),বিজিবি,পুলিশ, সিপিপি সদস্যবৃন্দ মোবাইল কোর্টে অংশ নেয়।