পেকুয়া প্রতিনিধি:কক্সবাজারের পেকুয়ায় এক গৃহবধু পালিয়ে গিয়ে নিজেকে আত্মগোপন করেছে বলে অভিযোগ করেন তাঁর স্বামী।
গৃহবধূ খায়রুন নেছা উপজেলার মগনামা ইউপির লাল মিয়ার মেয়ে পেকুয়া সদর তেলিয়াকাটা এলাকার শাফায়েত উদ্দিনের স্ত্রী বলে জানা যায়।
(২২ জুলাই) রাত ৯ টার দিকে নিজ বাড়ি থেকে পালিয়ে গিয়ে গোপন রয়েছে বলে স্বামী শাফায়েত উদ্দিন স্ত্রী খায়রুন নেছা কে বিবাধী করে পেকুয়া থানায় অভিযোগ দায়ের করেন।
স্বামী লিখিত অভিযোগে বলেন, বিগত ২ বছর পৃর্বে ইসলামী শরীয়ত মোতাবেক কামিননামা মূলে আমার বিয়ে হয়। আমাদের সংসারে ১ টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। আমার চাকুরীর সুবাদে আমি চট্রগ্রামে অবস্থান করিলে আমার স্ত্রী পরকিয়ায় আসক্ত হয়ে পড়ে।
২২ জুলাই রাত ৯ টার সময় সকলের চোঁখকে ফাঁকি দিয়ে আমার বোনের বিবাহের ২ লক্ষ ৫০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
তাকে ফিরিয়ে আনতে চেষ্টা করলে উল্টা আমার নামে মামলা করবে বলে হুমকি প্রদান করে আসে।
এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন,অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।