শাকুর মাহমুদ চৌধুরী:
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ৮নং ওয়ার্ড রুমখাঁ বউ বাজারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
শুক্রবার(২৩জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।
অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন শর্মা রনি জানান,সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বপন দত্তের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে মুহুর্তের মধ্যে বাড়ির সব পুড়ে ছাই হয়ে যায় বলে জানান স্থানীয়রা।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার জানান, অগ্নিকান্ডের খবরে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত পরে জানানো হবে বলে জানান তিনি নিশ্চিত করেন।