শাকুর মাহমুদ চৌধুরী:
কক্সবাজারের উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি হাবিবুর রহমান (৩৪) ও জমিলা বেগম (৩৬) কে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
(১১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এস আই মতিউর রহমানের নেতৃত্বে উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের সামনে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, হাবিবুর রহমান মোহাম্মদ আলী ভিটার সৈয়দ আলমের ছেলে এবং জমিলা বেগম সিকদার বিল ভুঁইয়া পাড়ার ছুরত আলমের স্ত্রী।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক এলাকায় তাদেরকে আটক করে উখিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।