বার্তা পরিবেশক: রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাঝিরকাটার এলাকা প্রবীণ আলেম ও গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাওলানা ইসলাম (৬৪) রবিবার (১১জুলাই) রাত ৯.৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন

ইন্নালিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন। তার মৃত্যুর খবর প্রতিবেদকে জানিয়েছেন মরহুমের প্রথম ছেলে একেএম সরওয়ার কামাল।
তিনি জানান, আমার বাবা বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত কারনে অসুস্থ ছিলেন। আমি আমার মরহুম বাবার জন্য সকলের কাছে দোয়া চাই।
মাওলানা ইসলাম গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রতিষ্ঠালগ্ন থেকে মাদ্রাসার সাথে জড়িত আছেন। তিনি মাদ্রাসা শুরুকালিন সময়ে দীর্ঘদিন অবৈতনিক শিক্ষকতা করেছেন এলাকার শিক্ষার মান উন্নয়নে।

এদিকে গর্জনিয়ার প্রবীণ মুরব্বী মাওলানা ইসলামের মৃত্যুেত গভীর শোক প্রকাশ করেছেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। তিনি জানান, এলাকায় একজন প্রবীণ মুরব্বি আমাদের মাঝ থেকে বিদায় নিল। তিনি স্বাধীনতার পর থেকে অনেক ইতিহাসের স্বাক্ষী ছিলেন। আল্লাহ মরহুমকে জান্নাত নসিব করুন।
নাইক্ষ্যংছড়ি হাজী কালাম সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক জসিমউদদীন মাওলানা মোহাম্মদ ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
তিনি বলেন, আমাদের গর্জনিয়া ইউনিয়ন এক প্রবীণ ও সকলের প্রিয় একজন মুরব্বিকে হারালো। আল্লাহপাক উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

আগামীকাল সোমবার সকাল ১১টায় স্থানীয় মাঝিরকাটা জানাজা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলেে জানান মরহুমের আত্নীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *