শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া থেকে:
কক্সবাজারের উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বিট এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিন সহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ।
১১ জুলাই (রবিবার) সকাল ১০ টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত তেলখোলা চামকা পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মোঃ শফিউল আলমের নেতৃত্বে থাইংখালী বিট কর্মকর্তা রাকিব হাসান, বিটের অন্যান্য কর্মচারী, হেডম্যান-ভিলেজার এ অভিযান পরিচালনা করে তেলখোলা চাকমা পাড়া সংলগ্ন পাহাড় থেকে অবৈধভাবে বালি তোলার কাজে ব্যবহৃত ১টি অবৈধ ড্রেজার মেশিনসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ কর। পরে ড্রেজার মেশিনসহ অন্যান্য সরঞ্জাম উখিয়া রেঞ্জ অফিসের সরকারীর হেফাজতে এনে রাখা হয় বন বিভাগ সূত্রে জানান।
অভিযানে নেতৃত্ব দেওয়া উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মোঃ শফিউল আলম ড্রেজার মেশিন জব্দের ঘটনার সত্যতা স্বীকার করে বন আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান। এ সময় তিনি বন বিভাগের জায়গা ও পাহাড় রক্ষায় বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন এ কর্মকর্তা।