শাকুর মাহমুদ চৌধুরী: কক্সবাজারের উখিয়া কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে উখিয়া নিউ ফরেস্ট অফিস এলাকা থেকে শত বছর বয়সী গাছটি কেটে নিলো দূর্বৃত্তরা।
বুধবার (৭ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানাযায়, উখিয়ার নিউ ফরেস্ট অফিস থেকে একশত গজ দূরত্বে কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে থাকা শত বছরের পুরনো গাছটি বুধবার গভীর রাতে কেটে নিয়েছে দূর্বৃত্তরা।
তারা আরো জানান, ফরেস্ট অফিস এলাকায়, বৈদ্যুতিক আলো সজ্জিত ও প্রধান সড়কের পাশে থাকা বিশাল আকৃতির গাছটি দূর্বৃত্তরা কেটে নিলো কিন্তু বন বিভাগের কোন কর্মকর্তা-কর্মচারী সাড়া শব্দ পেলো না, এ ঘটনায় সাধারণ বিস্মিত হয়েছে। এসময় তারা অকার্যকর ও ব্যর্থ বন বিভাগকে প্রাইভেটাইজেশন করে বন ও পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে সরকারের প্রতি অনুরোধও জানান।
এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, গাছটি আইনশৃংখলা কমিটির সভার সিদ্ধান্তে কাটা হয়েছে। তবে রেজুলেশন এখনো হয়নি। রাতে গাছ কাটার বিষয়টি অস্বীকার করলেও গাছটি কাটার সময় সুযোগ না থাকায় উপস্থিত থাকতে পারেননি বলে জানান এ কর্মকর্তা।
উল্লেখ্য, উখিয়া নিউ ফরেস্ট অফিসের আশাপাশে প্রভাবশালীরা প্রতিনিয়ত বন বিভাগের জায়গা দখল করে পাকা বাড়ি ও ফুডিস রেস্টুরেন্ট করলেও বরাবর নিরব থাকেন বন বিভাগে কর্মরত কর্মকর্তাগণ।