শাকুর মাহমুদ চৌধুরী: কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের পৃথক অভিযানে অবৈধ ডাম্পার, কর্তন করা কাঠ ও বালু উত্তলনের মেশিন (বোম মটল) জব্দ’ সহ একজন কে আটক করা হয়। আটককৃত জয়নাল (৪০) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাত দিনের জেল জরিমানা দেওয়া হয়েছে বলে জানা যায়।
রবিবার (৪ জুলাই) সকাল ৬ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও ওয়ালা বিট থাইংখালী বিট কর্মকর্তার সরাসরি নেতৃত্বে রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকা থেকে একটি অবৈধ ডাম্পার ও পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া এলাকা থেকে কর্তন করা পাহাড়ি কাঠ জব্দ করা হয়।
অন্যদিকে ইনানী রেঞ্জের আওতাধীন রাজাপালং ইউনিয়নের তুতুরবিল মোশরাফ আলী ঘোনা এলাকা থেকে রাজাপালং বিট অফিসারের নেতৃত্বে। অবৈধ বালু উত্তলনের একটি মেশিন’সহ একজন আসামি আটক করা হয় আটক করা হয়।
এইদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কিছু লোকজন জানিয়েছেন, তুতুরবিল এলাকা থেকে জয়নাল নামের যে ব্যক্তিকে আটক করা হয়েছে, সে সম্পূর্ণ নির্দোষ একজন মানুষ। আমরা তার প্রতিবেশী তাঁকে আমাদের চেয়ে কেউই বেশি চিনবে না, কোন দিন তাঁকে দেখি নাই অবৈধ বালু উত্তলন করতে।
মূলত তুতুরবিল এলাকার নুরু (দালাল নুরুর) সাথে আটক জয়নালের সম্পর্ক তেমন ভাল ছিলনা বলেই পরিকল্পিত ভাবে তাঁকে আটক করা হয়েছে। নুরুর ইশারাতে নাকি রাজাপালং বিটের কর্মকর্তা’রা ওঠাবসা করে। তারা আরো বলেন, এই নুরুর সাথে ফরেস্ট ডিপার্টমেন্টর মধুর সম্পর্ক রয়েছে, নুরু কে টাকা দিতে পারলেই বন বিভাগের সব কিছু বৈধ হয়ে যায়।
এই বিষয়ে, ইনানী রেঞ্জ কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, একজন আসামি আটক করা হয়েছে সাথে বালু উত্তলনের একটি মেশিন ও জব্দ করা হয়েছে বাদবাকি বিষয়ে রাজাপালং বিট অফিসারের সাথে যোগাযোগ করতে বলেন।
পরবর্তী তে রাজাপালং বিট কর্মকর্তা ক্যাচিং মারমার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা তুতুরবিল এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তলনের সময় মেশিন সহ ঘটনা স্থল থেকে জয়নাল নামের একজন আসামি কে আটক করতে সক্ষম হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, রাজাপালং মধুরছড়া ও পালংখালী হাকিম পাড়া এলাকা থেকে অবৈধ একটি ডাম্পার ও কর্তন করা কিছু পাহাড়ি কাঠ জব্দ করা হয় এবং বন মামলা রুজু করার প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন।