টেকনাফ অফিস: টেকনাফে জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির ঘটনায় ডাকাত দলের গুলিতে গুলিবিদ্ধসহ চার আহত হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে দমদমিয়া-জাদিমুরা সংরগ্ন এলাকায় স্থানীয়সহ রোহিঙ্গাদের ঘরে ডাকাতির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা গ্রামের বাসিন্দা হাফিজুল্লাহ তার ছেলে রহমত উল্লাহ, সালামত উল্লাহ, মোহাম্মদ হাসান। তাঁরা বর্তমানে কক্সবাজারের সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘ইয়াবা ব্যবসায় কেন্দ্র করে ক্যাম্পে গোলাগুলি ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ চার জন আহত হয়েছে। এ বিষয়ে অস্ত্রধারী গ্রেফতারের অভিযান চলছে।

তবে টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের নেতা আবুল কালাম জানান, ‘রোহিঙ্গা ডাকাত দিল মোহাম্মদ ও মো. হাসিমের নেতৃত্বে এক দল রোহিঙ্গা ও স্থানীয়দের পাঁচটা বাড়িতে হানা দেয়। এসময় ডাকাত দল বাহানী গুলিবর্ষন চালিয়ে বাড়িতে লুটপাট চালায়।

স্থানীয় ও রোহিঙ্গারা জানান, ‘শীর্ষ রোহিঙ্গা ডাকাত নিহত জকির ডাকাতের ভাই দিল মোহাম্মদের নেতৃত্বে একটি অস্ত্রধারী দল জাদিমুরা ক্যাম্পের সি-ব্লকে ৫টি বাড়িতে ডাকাতি করে। এসময় তার সুর-চিৎকারে লোকজন এগিয়ে আসলে, তাদের লক্ষ্যে করে ডাকাত বাহিনী গুলি বর্ষণ করে। এতে ওই তিজন গুলিবিদ্ধসহ একই পরিবারের চারজন আহত হয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগে নিয়ে আসেন। তাদের সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।

এ প্রসঙ্গে টেকনাফ জাদিমুরা ক্যাম্পের পুলিশ ফাড়ির ইনচার্জ এপিবিএনের পরির্দশক (অপারেশন) মো. আহসানুজ্জামান জানান, ‘তার শিবিরে ডাকাতির ঘটনায় গুলিবর্ষণে গুলিবিদ্ধসহ স্থানীয় চারজন আহত হয়েছে। পুলিশ ক্যাম্পে অস্ত্রধারীদের ধরতে অভিযান পরিচালনা করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *