নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা:

নাইক্ষ্যংছড়িতে সরকার ঘোষিত লকডাউন সঠিকভাবে পালন করতে মাঠে রয়েছে পুলিশ। বুধবার (৩০জুন ) লকডাউন কড়া করতে  সকালে উপজেলার প্রধান সড়কের তিন রাস্তার মাথা, বাজার চত্ত্বর, রেস্টহাউজ মোড়, পুরাতন ষ্টেশন, থানা মোড়, কলেজ সড়কসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালান নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

তিনি জানান, করোনা সংক্রমণরোধে ইতিমধ্যেই সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে পালনের জন্য মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশনা দেয়া হয়েছে। তার প্রেক্ষিত পুলিশ মাঠে রয়েছেন। যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় কাল বৃহস্পতিবার সরকারের ঘোষিত লকডাউনের কার্যক্রম কড়া ভাবে বাস্তবায়ন করার সমর্থন জানিয়েছেন, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাইল আহাম্মেদ, নাইক্ষ্যংছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি ইয়াহিয়া খাঁন মামুন, সাধারণ সম্পাদক ডা,ফরিদুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হোসেন আহাম্মদ, উপজেলা যুবলীগ ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ আজিজুল হক, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বাশার নয়ন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *