ঈদের প্রথম দিনে সমুদ্র সৈকতে গোসলে নেমে মোহাম্মদ তারেক (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সোমবার (১৭ জুন) দুপুর ১টার দিকে সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে। নিখোঁজ মোহাম্মদ তারেক ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের শাহ ফকির বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
জানা যায়, সকালে ঈদের নামাজ শেষ করে ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার এলাকার ৭ কিশোর মিলে সমুদ্র সৈকতে বেড়াতে আসে। তারা কলাতলী পয়েন্ট দিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে নামে। সৈকতে ঘোরাঘুরির একপর্যায়ে কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে তারা সাগরে গোসল করতে নেমে পড়ে। এ সময় ভাটার টানে স্রোতে সে ভেসে যায়।
জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
সী সেইফ লাইফ গার্ড কর্মীরা বলেন- জেট স্ক্রিন নিয়ে সৈকতে বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়েও উদ্ধার করতে পারেনি তারেককে। তবে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান।
পর্যটন ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, সকালে ঈদের নামাজ শেষে ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার এলাকার ৭ কিশোর মিলে সমুদ্র সৈকতে বেড়াতে আসে। তারা সৈকতে ঘোরাঘুরির একপর্যায়ে সাগরে গোসলে নামে। এ সময় ভাটার টানে স্রোতে এক কিশোর ভেসে যায়। নিখোঁজ কিশোরকে উদ্ধারে সৈকতে দায়িত্বরত বিচ ও লাইফগার্ড কর্মীরা কাজ করছেন।