কক্সবাজারের কুতুবদিয়ায় ঈদে ঘরমুখো মানুষের সেবায় বিশেষ অভিযান ও সেবা দিচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। স্থলভাগ ছাড়াও চ্যানেল পারাপারে জেটিঘাট, নৌযান, যাত্রীদের ওঠা নামায় কাজ করছেন তাঁরা।
শনিবার (১৫ জুন) বিকালে উপজেলার বিভিন্ন জেটিঘাটে যাত্রী সেবায় নিরাপত্তার গুরুত্ব হিসেবে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করেন।
বড়ঘোপ জেটিঘাটে ডেনিসবোট, স্পিডবোটে যাত্রী, মাঝি, চালকদের নিরাপত্তা ঝুঁকিরোধে লাইভ জ্যাকেট নিশ্চিত করেন কুতুবদিয়া কোস্টগার্ড স্টেশন। বিরূপ আবহাওয়ায় আতংঙ্কিত না হয়ে লাইভ জ্যাকেট ব্যবহার করার পরামর্শ দেয়া হয়।
কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমদ বলেন, বিভিন্ন পয়েন্টে ঈদে অগ্নিনির্বাপক বিষয়ে প্রচারণা, গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতা, স্টেশনের জরুরি মোবাইল নম্বর বিতরণ, দরবার জেটিঘাটে যাত্রী ওঠা-নামায় সহায়তাসহ দিনব্যাপী সেবা দেয়া হয়।