এনজিও সংস্থা আগাপে (স্বর্গীয় ঈশ্বরের প্রেম ও নিঃসার্থ ভালবাসা) কর্তৃক আশ্রমের ১৬ জন শিশুর মাদেরকে সেলাই মেশিন ও প্রাইমারি ছাত্র-ছাত্রীদেরকে মাসিক স্কুল ফি বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (১৪ জুন) একটি আশ্রমের কিছু উপকারভোগী শিশুর মা ও ছাত্র-ছাত্রীদের মাঝে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রকল্পের এলসিসি চেয়ারম্যান মনতাজন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং বমুবিলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মো: শফিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আগাপে বোর্ডের ভাইস চেয়ারম্যান মহেন্দ্র ত্রিপুরা ও স্থানীয় দৈনিক আজকের প্রতিদিনের সাংবাদিক মো. শফিক।

 

অনুষ্ঠানে প্রকল্পের ম্যানেজার মি: যোনা ত্রিপুরা স্বাগত বক্তব্যে উল্লেখ করেন, অভিভাবক ও স্থানীয় প্রকল্পে অংশগ্রহনকারী শিশুদেরকে স্বনির্ভরতা বিষয়ে উৎসাহ দেওয়া ও স্বাবলম্বী হিসেবে নিজেকে উন্নয়ন করবার লক্ষ্যেই প্রকল্প কাজ করে যাচ্ছে। এ স্বনির্ভরতার কার্যক্রমের ধারাবাহিকতায় আগামীতে এলাকার মানুষ স্মার্ট হয়ে উঠার অনুশীলন করবে এবং স্মার্ট বাংলাদেশের মধ্যে স্মার্ট জনগণ হবে। একই সাথে যুব উন্নয়ণের কার্যক্রম হিসেবে কম্পিউটার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে বলে অভিভাবকদেরকে অবগত করেন।

 

এতে উপস্থিত ছিলেন- স্থানীয় সাংবাদিক ও এলসিসি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন- প্রকল্পের কানেক্ট অপারেটর প্রশান্ত ত্রিপুরা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *