সাখাওয়াত হোসাইন:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি তিন দিনের সফরে কক্সবাজার এসেছেন।
সোমবার (৩জুলাই) দুপুর ২ টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান মুজিব, কক্সবাজার পৌরসভার নব নির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী সহ উর্ধ্বতন কর্মকতা ও জেলার বিশিষ্ট রাজনীতিবিদরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

মন্ত্রী আসাদুজ্জামান খান কক্সবাজারে অবস্থানকালে বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন।মন্ত্রী আসাদুজ্জামান খান ৩ দিনের সফর শেষে আগামী বুধবার ৫ জুলাই
বিকেল সাড়ে ৫ টার দিকে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব মু: আসাদুজ্জামান (উপসচিব) প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *